ঢাকা: জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে অপসারণ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
সমিতির পক্ষে সভাপতি এ বি এম আব্দুস সাত্তার এ আল্টিমেটাম দেন।
তিনি বলেন, বিতর্কিত কর্মকর্তা মুয়ীদ সাহেব। ৪৮ ঘণ্টার মধ্যে মুয়ীদ ভাইয়ের অপসারণ চাই। সরকার তাকে অপসারণ না করলে কীভাবে অপসারণ করতে হয় আমাদের সেই টুলস জানা আছে। এজন্য আগামীতে মহাসমাবেশ, অনশন করা হবে।
প্রশাসনে কোটা সংস্কার নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের বক্তব্য নিয়ে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সাত্তার আরও বলেন,আজকের প্রতিবাদ সভা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ শুরু করেছে। আমি প্রস্তাব করব আগামী ৪ জানুয়ারি মহাসমাবেশের। সেটা ৪০০ পাওয়ারের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে।
আরও পড়ুন>> জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমআইএইচ/এসএএইচ