ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে ৫ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।
আইএসপিআর জানায়, গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ৫ সহযোগীসহ গ্রেপ্তার করে।
গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, বসিলা সেনা ক্যাম্প থেকে তিন সেকশন সেনাসদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার সহযোগীদের ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে।
গ্রেফতারদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী এ ধরনের অভিযান চলমান রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এমইউএম/এমজেএফ