ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
বাউফলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত মিলন হাওলাদার

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

২০১৮ সালে মিলন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মিলনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার চালক পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।