সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পুলিশের ওপর হামলা করে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে আসামিপক্ষের লোকজন। এসময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের পূব-নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই একই এলাকার কালাম মাদবরের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করা হয়।
আহত পুলিশ সদস্যের নাম মো. রবিউল ইসলাম। তিনি আশুলিয়া থানার উপ-পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন। তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশের ওপর হামলাকারী আটক ১৫ জনের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে তারা সবাই ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভুইয়া, তার ভাই রাকিব ভুইয়া ও তার ভগ্নিপতি কালাম মাদবরের লোকজন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আশুলিয়ার ওই এলাকায় অভিযানে যায় পুলিশের একটি টিম। এসময় ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভুইয়ার ভাই রাকিব ভুইয়াকে ব্যাটমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে পেয়ে রাজন ও তার ভগ্নিপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা করে রাকিব ভুইয়াকে ছিনিয়ে নেয়। এসময় রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে থাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক বাংলানিউজকে বলেন, একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ সদস্য ভর্তির বিষয়ে তিনি বলেন, ধাক্কাধাক্কির সময় একজন আহত হয়েছেন তিনি হাসপাতালে আছেন। এঘটনায় এখন পর্যন্ত (রাত দেড়টা) ১৫ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। অভিযান চলমান রয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার দায়ে রাকিব ভুইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমএম