পাথরঘাটা (বরগুনা): প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন এবং তৎসংলগ্ন অঞ্চলসমূহের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সুন্দরবন প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, ইউপি সদস্য শাহ আলম, রূপান্তরের আস্থা প্রকল্পের বরগুনা প্রকল্প সমন্বয় কারী মো. খলিলুর রহমান, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়, সমাজকর্মী মেহেদী শিকদার, শিক্ষক, জনপ্রতিনিধি, মৌয়াল, জেলে, সমাজসেবক, সুন্দরবন যুব ফোরামের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। সুন্দরবনসহ উপকূলের পরিবেশ রক্ষায় যুবরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় অর্ধশত যুব অঙ্গীকার করেন 'প্লাস্টিক ও পলিথিন বর্জন করি, পরিবেশ রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করবো না, পরিবেশ-দেশ ধংস করবো না'।
পরে মশা-মাছি থেকে রক্ষার জন্য ফগার মেশিন দিয়ে পৌর শহরের ড্রেনেজ সচেতনতামূলক ক্যাম্পেইন করে সুন্দরবন যুব ফোরামের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ