ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হলেন বগুড়ার তাজুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হলেন বগুড়ার তাজুল

বগুড়া: বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবাইর ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন বগুড়ার তাজুল ইসলাম (৭০)। এসময় আহত হয়েছেন প্রায় শতাধিক মুসল্লি।

এ ঘটনায় নিহত হন আরও দুইজন।  

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাত সোয়া ৩টার দিকে ঢাকার তুরাগ নদীর পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। নিহত তাজুল বগুড়া জেলার সামগ্রাম এলাকার বাসিন্দা।

জানা যায়, বুধবার রাত সোয়া ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকেন। এ সময় ময়দানের ভেতর থেকে জুবাইরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে সাদপন্থীরাও পালটা হামলা চালান। একপর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বগুড়ার তাজুল ইসলামসহ তিনজন নিহত হন। আহত হন শতাধিক মুসল্লি।  
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সুমন রঞ্জন সরকার জানান, বিশ্ব ইজতেমা ময়দানে নিহত মুসল্লি তাজুল ইসলামের বাড়ি বগুড়া সদরের সামগ্রাম এলাকায়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।