ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে অটোরিকশায় ২ কাভার্ডভ্যানের ধাক্কা, নারীসহ নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
ভৈরবে অটোরিকশায় ২ কাভার্ডভ্যানের ধাক্কা, নারীসহ নিহত ৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে দুটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন-পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবে যাচ্ছিল। গাড়ি দুটি পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ অটোরিকশার চার যাত্রী ও চালক নিহত হন।  

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, দুর্ঘটনার পর গাড়ি দুটির চালক পালিয়ে গেছে। দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।