কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাতচর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে বাসের সুপারভাইজার, হেলপার ও একজন যাত্রী।
নিহতরা হলেন- কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার রামনগর গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস (সুপারভাইজার), শিবানীপুর গ্রামের মোস্তফা (হেলপার) ও যাত্রী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর কদমতলী গ্রামের মৃত মদন মিয়ার ছেলে নাসির মিয়া।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস যাত্রা করে। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার শেষে ফেনী ও চৌদ্দগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠান।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, নিহত তিনজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার শেষে ফাঁড়িতে নেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস