ঢাকা: ২৫২ বোতল ফেনসিডিলসহ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- মো. জাহীদ হোসেন (৩৪), মো. ওয়াসিম আকরাম (৩০), ও মো. মিরাজুল ইসলাম ওরফে পিয়াস (২১)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ট্রাকের কেবিনের ভেতরে সিটের পিছন থেকে একটি চটের বস্তার মধ্যে রাখা প্রায় ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের ২৫২ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমএমআই/জেএইচ