ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা সহযোগিতার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা সহযোগিতার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের 

ঢাকা: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্যাপক গবেষণা সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ।

তিনি বলেন, শিক্ষা বাণিজ্যিকীকরণের বিষয়টি মাথায় রেখেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে।

বিশেষ করে বৃত্তি দেওয়ার ক্ষেত্রে ৫০ ভাগ অতি দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীর জন্য অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।  

তিনি মঙ্গলবার (১০ ডিসেম্বর) কলম্বোতে ‘গোয়িং গ্লোবাল পার্টনারশিপ: সাউথ এশিয়া ডিপ ডায়ালগ’ শীর্ষক প্যানেল সদস্যের বক্তব্যে এ আহ্বান জানান।  

সম্মেলনে ‘দ্য বাংলাদেশ-ইউকে হায়ার এডুকেশন পার্টনারশিপ: ফিউচার প্রসপেক্টস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রবন্ধে তিনি উচ্চশিক্ষায় অংশীদারিত্বের ক্ষেত্রে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো জরুরি উল্লেখ করে বিশিষ্ট এ সমাজবিজ্ঞানী আরও বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও মুক্তবাজার অর্থনীতির এ যুগে পশ্চিমা ধারণার সঙ্গে প্রাচ্যের উচ্চশিক্ষাই শুধু নয়, বরং সব বিষয়েই অংশীদারিত্বের ক্ষেত্রে পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বিকাশ ও বিস্তৃতি জরুরি।  

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজের নেতৃত্বে ১৭-সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের (৯-১১ ডিসেম্বর) ‘ন্যাশনাল হায়ার এডুকেশন কনফারেন্স ২০২৪’এ অংশ নেওয়ার জন্য কলম্বোতে অবস্থান করছে।  

প্রতিনিধি দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অনারারী প্রফেসর ড. বাবুনা ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাবির উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।