ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে কান ছিঁড়ে দুল ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
গুলিস্তানে কান ছিঁড়ে দুল ছিনতাই

ঢাকা: রাজধানী গুলিস্তানে এক নারীর কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আলপনা কুন্ডু (৫০) নামে ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ওই নারীর স্বামী অসীম কুন্ডু জানান, তাদের বাসা ধানমন্ডিতে। সন্ধ্যায় অটোরিকশায় চড়ে সপরিবারে সূত্রাপুর যাচ্ছিলেন।  

পথে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে চলন্ত রিকশার পেছন থেকে এক ছিনতাইকারী আলপনার ডান কানের স্বর্ণের দুল ধরে টান দেয়। কান ছিঁড়ে দুল নিয়ে পালিয়ে যায় সে।  

তিনি জানান, কানের লতি ছিঁড়ে যাওয়ার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তার স্ত্রী আলপনার। সেজন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার ডান কানের লতি ছিঁড়ে গেছে। তাকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।  

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এজেডএস/আরএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।