ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সম্পাদক জাকেরুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সম্পাদক জাকেরুল 

টাঙ্গাইল: টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২৫ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাফর আহমেদ (যুগান্তর) সভাপতি ও কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মালেক আদনান (নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট), কার্যকরী সদস্য শামীম আল মামুন (যমুনা টেলিভিশন), খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), খন্দকার হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), সোহেল তালুকদার (ডিবিসি টেলিভিশন) ও শামসুজ্জামান (কালের স্বর)।

টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপ। তিনি জানান, গত ৬ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি করা হয়। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করা হয়। প্রতি পদে একজন করে প্রার্থী হওয়ায় ৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এ নির্বাচনে অন্য দুই কমিশনার হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।