ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
বরিশাল মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।  

বুধবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দিয়েছেন।

 

কমিটির তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

কমিটিতে শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক ও মো. শাহাদাতকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান ইমরান ও মুখপাত্র হিসেবে রাখা হয়েছে ইসরাত জাহানকে।

কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ বলেন, আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের নেতৃত্ব দেবে।

ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১০ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১২ জন। সংগঠক ১৩ জন ও সদস্য হিসেবে রয়েছেন ৬৪ জন।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।