ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিত্যক্ত বাড়ির গাছে ঝুলছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পরিত্যক্ত বাড়ির গাছে ঝুলছিল নারীর মরদেহ ঘটনাস্থল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিত্যক্ত বাড়ির কাঁঠাল গাছ থেকে সখিনা খাতুন (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার জামতৈল কৃষি কারিগরি কলেজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সখিনা জামতৈল এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬-৭ বছর আগে স্বামী হারিয়েছেন সখিনা। স্বামীর মৃত্যুর পর তিনি বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন। বুধবার ভোরে জামতৈল কৃষি কলেজের পাশে জনশূন্য একটি পরিত্যক্ত বাড়ির কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।  

কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়। অধিকতর তদন্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।