ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৭ বছর পর কালকিনি মৎস্য কর্মকর্তাকে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
৭ বছর পর কালকিনি মৎস্য কর্মকর্তাকে বদলি

মাদারীপুর: সাত বছর পর মাদারীপুর জেলার কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বদলি করা হয়েছে।  

রোববার (১ ডিসেম্বর) মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

 তাকে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বদলি করা হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন সন্দীপন। একই স্থানে কোনো সরকারি কর্মকর্তার তিন বছরের বেশি চাকরি করার নিয়ম না থাকলেও সন্দীপন বহাল তবিয়তে একই স্থানে সাত বছর ধরে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও ছিল। সম্প্রতি ইসকন ইস্যু নিয়ে নিজের ফেসবুক  আইডি থেকে একটি বিতর্কিত পোস্ট দেন তিনি। তাতে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। পরে অবশ্য তিনি ওই পোস্টটি মুছে ফেলে তার ব্যাখ্যাও দেন।  

সন্দীপন মজুমদার তার ফেসবুক আইডিতে লিখেছিলেন, জঙ্গি সংগঠন হলেও নিম্নোক্ত কাজগুলো করে (আর্ত মানবতার মহান সেবায় ব্রতী হয়ে) কেন - ১) রোজায় রোজাদারদের ইফতারি দেয় 
২) ঈদে গরীবদের নতুন কাপড় চোপড় দেয় 
৩) বন্যায় বন্যা দুর্গতদের সহায়তাও দেয় 
এরপরেও যদি নিষিদ্ধ করা লাগে, করেন। আপনাদের ‘যা ভালো লাগে’ করে লান।  

জাতির বিবেকের কাছে প্রশ্ন ‘নিষিদ্ধ করেই, আগের মতো কারো পতন না হয়ে যায়, আবার’। একই সাথে একটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।

গত ২৬ নভেম্বর ইসকনের কর্মকাণ্ডের পক্ষে সন্দীপন তার নিজের ফেসবুকে এ পোস্ট দেন। পরে ওই কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়। অবশেষে তাকে বদলি করা হয়।

এ বিষয়ে জানতে কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, গত ০১ ডিসেম্বর মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান (স্যার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সন্দীপনকে বদলির আদেশ দেওয়া হয়।  

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ইসকনের কর্মকাণ্ড নিয়ে সন্দীপন তার নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। এনিয়ে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরে মৎস্য কর্মকর্তার বিষয়টি আমি কর্তৃপক্ষকে অবগত করি।  

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।