ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাজারের খাস জমি দখলে নিতে সংঘর্ষ, আহত শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
গোপালগঞ্জে বাজারের খাস জমি দখলে নিতে সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে বনগ্রাম বাজার এলাকার সরকারি জমি দখলে নিয়ে দোকান তোলাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংর্ঘষে (কাইজ্যা) শতাধিক লোক আহত হয়েছেন।  

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দফায় দফায় পাঁচ ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বনগ্রাম, আইকদিয়া ও এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, বনগ্রাম বাজার এলাকায় পাশের ইউনিয়ন মোচনার আইকদিয়া গ্রামের শওকত সিকদার ও তার লোকজন জোর করে দোকান তুলতে গেলে মহারাজপুর ইউনিয়নের লোকজন বাধা দেন। এতে সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ৪০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুকসুদপুর ও মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটানস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।