ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে সড়কে পড়ে থাকা তোশকের ভেতরে মিলল নারীর লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
মিরপুরে সড়কে পড়ে থাকা তোশকের ভেতরে মিলল নারীর লাশ

ঢাকা: রাজধানীর মিরপুর শাহআলী এলাকায় পাকা রাস্তা থেকে তোশক দিয়ে মোড়ানো হাত-পা বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলের দিকে এই তথ্য নিশ্চিত করেন শাহ আলী থানার উপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

তিনি জানান, সংবাদের পরিপ্রেক্ষিতে সকালের দিকে উত্তর বিশিল রসুলবাগ রোড নাম্বার ১ একটি বাড়ির সামনে পাকা রাস্তা থেকে  তোশক দিয়ে মোড়ানো ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় দেখা যায়, ওই নারীর হাত-পা গামছা ও তোয়ালে দিয়ে বাঁধা। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা লাশ গুম করার উদ্দেশে সড়কে ফেলে যায়।

এসআই আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।