ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর মুগদায় সড়ক দুর্ঘটনায় সোলাইমান হৃদয় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাভার্ডভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

বুধবার (২৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।  

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত সোলাইমানের শ্যালক মতিউর রহমান জানান, মুগদার মান্দায় নিজস্ব বাড়ি সোলাইমানের। তবে বর্তমানে খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। মুগদার মান্ডা মনকা বাজারের দোকান মালিক সোলাইমান। রাতে নিজের মোটরসাইকেল চালিয়ে সেখান থেকেই খিলগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ফেরার পথে মুগদা আইডিয়াল স্কুলের পাশের রাস্তায় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায় বলে জানতে পারেন তিনি। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে থেকে সোলাইমানকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকের বারত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।