ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
নাটোরে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ চালকের

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়েছে। এতে নিহত হয়েছেন গাড়ি দুটির চালকের।

নিহতরা হলেন- বাড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা ভ্যানচালক মো. আলফু (৫৫) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের কচুয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক মোস্তাকিম (২৪)।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার কদমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার আহত হয়েছেন। তার নাম জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বাংলানিউজকে জানান, সকালে পাবনা থেকে একটি ট্রাক নাটোরে যাচ্ছিল। পথে কদমচিলান এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে ধাক্কা দিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলফু মারা যান। এসময় গুরুতর আহত হন ট্রাকের চালক মোস্তাকিম ও তার হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বড়াইগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ট্রাকচালক মোস্তাকিম মারা যান।  

ওসি বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।