ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীর সাবেক মেয়রকে মারধর করে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
গৌরনদীর সাবেক মেয়রকে মারধর করে পুলিশে সোপর্দ আলাউদ্দিন ভুঁইয়া

বরিশাল: বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটেছে।

 

গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভুইয়ার বড় ভাই আলাউদ্দিন ভুইয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সরকারি গৌরনদী ছাত্র সংসদের সাবেক জিএস।  

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিলেন। সকাল ১১টার দিকে একটি গাড়ি থেকে কয়েকজনকে নিয়ে নামে আলাউদ্দিন ভুঁইয়া। তখন ছাত্রদলের নেতাকর্মীদের দেখে একটি দোকানে গিয়ে লুকিয়ে পড়ে। ছাত্রদলের নেতাকর্মীদের সন্দেহ হলে, তারা গিয়ে দেখতে পান ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা গৌরনদী পৌরমেয়র আলাউদ্দিন ভুইয়া।

তখন বিষয়টি ছড়িয়ে পরলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে যায় এবং তারা তাকে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে তিনি (আজিজুল ইসলাম) গিয়ে বাবুগঞ্জ থানার ওসিকে খবর দিয়ে তার কাছে সোপর্দ করেছেন।  

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, উত্তেজিত জনতা গৌরনদীর সাবেক পৌরমেয়র আলাউদ্দিন ভুঁইয়াকে আটক করে পুলিশের খবর দেয়। তাকে উদ্ধার করে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না পুলিশ সুপার কার্যালয় বিষয়টি তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা নেবে।  

এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, তার থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে সাবেক পৌরমেয়র আলাউদ্দিন ভুঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।