ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ভিডিও থেকে ছবি নেওয়া

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।  

বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে  একটি বিলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই এলাকার একটি বিলের খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল স্থানান্তর করা হয়। এদের মধ্যে ওই গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৫০) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। বিষয়টি রাধানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ নিশ্চিত করেছেন।  

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, বিষয়টা আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।