ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফের রাজধানীতে অটোচালকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ফের রাজধানীতে অটোচালকদের বিক্ষোভ সড়কে অটোচালকরা।

ঢাকা: ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় আবারও রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে অটোচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

 

দয়াগঞ্জ এলাকার সড়ক ছেড়ে দিলেও আবারও আরেক এলাকায় অবরোধ করে রেখেছেন অটোচালকরা বলে সর্বশেষ তথ্য পাওয়া যায়।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা।

বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেছেন চালকরা। এতে সড়কে তীব্র যানজট হয়। পরে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, দয়াগঞ্জ এলাকার সড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন চালকরা। তবে আবারও খবর পাওয়া যাচ্ছে তারা যাত্রাবাড়ীর আরেক এলাকায় অবস্থান নিয়েছেন, সেখানে পুলিশ অলরেডি যাচ্ছে।

রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। এর বড় একটি অংশ ব্যাটারিচালিত। ঢাকা মহানগরের প্রায় সর্বত্র ব্যাটারিচালিত রিকশার চলাচল রয়েছে। পুরোনো প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রিকশাচালকদের প্রশিক্ষণ ও নিবন্ধন কোনো ব্যবস্থা নেই। এই কারণে রাজধানীতে নিয়মিত ঘটছে দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।