ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা

নওগাঁ: নওগাঁর সুলতানপুর মহল্লায় নজরুল (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।  

বুধবার (২০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

 

নিহত নজরুল সদর উপজেলার সুলতানাপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশের একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী আব্দুল মান্নানের সঙ্গে নজরুলের বিরোধ ছিল। আব্দুল মান্নান বুধবার সকালে নজরুলের লাগানো কয়েকটি আমগাছ কাটলে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান ধারালো ছুরি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যান। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।