ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপু‌রে বাস ও পিকআপভ্যান সংঘ‌র্ষে চারজন নিহত হ‌য়ে‌ছেন।  মঙ্গ‌লবার (১৯ ন‌ভেম্বর) ভোর স‌া‌ড়ে ৫টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়কের উপ‌জেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

 

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাবদুল সেকের ছেলে শাহজল শেখ, একই গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল শেখ, পিকআপভ্যান চালক মহালগিরি বাজার এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া এবং হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন। এরা সবাই পিকআপভ্যানে ছিল।  

সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি জানান ব‌লেন, ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সঙ্গে মধুপুরগামী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ‌ের চালক ও হেলপার ঘটনাস্থ‌লেই নিহত হন।  

প‌রে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা আরও দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখানে তা‌দের মৃত‌্যু হয়। দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।