ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসের ধাক্কায় নারী পোশাক শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
গাজীপুরে বাসের ধাক্কায় নারী পোশাক শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরি তুলাকাটা ইউটার্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

তিনি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থল পোশাক কারখানায় যাচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে তুলাকাটা ইউটার্ন এলাকায় পৌঁছায়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার পরনের লাল রঙের সেলোয়ার-কামিজ রয়েছে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।