ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা 

সাংবাদিক নাদিম হত্যা: সিআইডির চার্জশিটে বাদীর নারাজি, র‌্যাবকে তদন্তের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
সাংবাদিক নাদিম হত্যা: সিআইডির চার্জশিটে বাদীর নারাজি, র‌্যাবকে তদন্তের নির্দেশ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় সিআইডির করা তদন্ত প্রতিবেদনে বাদী পক্ষের নারাজি মঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তৌহিদ হাসান পিয়াস নারাজি মঞ্জুর করে এ নির্দেশ দেন।  

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আনিছুর রহমান জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় চলতি বছরের ২৭ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি। সেই তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত অনেক আসামি বাদ পড়ায় ১০ সেপ্টেম্বর নারাজি দেয় বাদী পক্ষ। আজ শুনানিতে সেই নারাজি মঞ্জুর করেন বিচারক। এছাড়াও মামলাটি তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়েছে।  

মামলার বাদী নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, মামলার যে তদন্ত আগে হয়েছে সেটিতে আমার কোনো বক্তব্য বা আমাকে জানানো হয়নি। এ কারণে একতরফা চার্জশিট দেওয়া হয়েছে৷ তাই আমি সেই তদন্তে নারাজির জন্য আবেদন করেছিলাম। সেই আবেদন আজ মঞ্জুর করেছেন আদালত। মামলাটির তদন্ত যে সংস্থায় করুক আমি সঠিক বিচার চাই।  

২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সেই হত্যা মামলায় জামিনে রয়েছেন বাবুহ সব আসামি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।