ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে সাড়ে ১১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
লালমনিরহাটে সাড়ে ১১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন থেকে সাড়ে ১১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের শাহীনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৫ দিন আগে শাহীন তার সুপারি বাগানে মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে মূর্তিটি দেখতে পান। মূল্যবান পাথর ভেবে মূর্তিটি বাড়িতে লুকিয়ে রাখেন শাহীন। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার তার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, মূর্তি উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।