ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আন্দোলনে শহীদ পরিবারের সদস্য-আহতদের আত্মনির্ভরশীল করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আন্দোলনে শহীদ পরিবারের সদস্য-আহতদের আত্মনির্ভরশীল করার আহ্বান

ঢাকা: ২০২৪ জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কার্যালয়ের সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এতে এসডিএফ প্রকল্পভুক্ত শহীদ পরিবার ও আহতদের অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া হয়।  

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে এসডিএফের বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলই) প্রকল্পে উপকার ভোগী পরিবারের সাতজন সদস্য শহীদ হন, ১৬ জন সদস্য গুরুতর আহত এবং ৩৩ জন সদস্য আহত হন। এ ছাড়া বহু সংখ্যক সদস্য কম-বেশি আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সালেহউদ্দিন আহমেদ এসডিএফের নিহত সাত পরিবারের মনোনীত ব্যক্তিকে দুই লাখ টাকা, গুরুতর আহত ১৬ জন সদস্যকে এক লাখ টাকা এবং ৩৩ আহত সদস্যকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। এ অর্থ সহায়তা ছাড়াও আহত সদস্যদের পরিবারকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামীণ পর্যায়ে প্রকল্পের দারিদ্র্য বিমোচন ও জীবিকায়ন কর্মকাণ্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।  

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তাদের আত্মাহুতি ও অংশগ্রহণ প্রমাণ করছে, ২০২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আপামর জনগোষ্ঠী অংশ নিয়েছিল।
 
এসডিএফ বোর্ড অব ডিরেক্টরর্সের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসডিএফ পরিচালনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্য, সাংবাদিক, শহীদ ও আহত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসডিএফ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও এসডিজি লক্ষ্য অর্জন ও জীবিকা উন্নয়নের জন্য এটি কাজ করে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।