ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালে ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
খালে ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ঢাকা: খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান।

শুক্রবার (০১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর রামপুরা খাল পরিষ্কার অভিযান পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

জাতীয় যুব দিবস উপলক্ষে সারা বাংলাদেশে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। ০১ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।  

ডিএনসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, বর্জ্য পরিষ্কার ডিএনসিসির একটি নিয়মিত কাজের অংশ। প্রতিদিন আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা, ফুটপাত ও গৃহস্থালির বর্জ্য ও খালের বর্জ্য অপসারণ করেন।

তিনি বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশে জাতীয়ভাবে ১৫ দিনব্যাপী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে আমরাও ডিএনসিসি থেকে এ বিশেষ কর্মসূচি শুরু করেছি।  

প্রশাসক বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য ও নিরাপদ শহরে পরিণত করতে নানা ধরনের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে হবে। প্লাস্টিক, পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে।  

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরণের মাইক্রোপ্লাস্টিক খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে জটিল রোগের সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে আমাদের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। খালে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া যাবে না, ময়লা ফেলা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসানসহ আফতাবনগর হাউজিং সোসাইটির নেতারা।

শুক্রবার সকালে রামপুরা খাল পরিষ্কার কার্যক্রমে ডিএনসিসির ২৫০ পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। একটি অত্যাধুনিক ফ্লোটিং এক্সকাভেটর ব্যবহার করে খালের তলদেশ থেকে ময়লা পরিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।