ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে যুবককে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
সবুজবাগে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাইকদিয়া এলাকায় রমজান নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে তাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন একটি ঘটনার সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি আমি নিজেও যাচ্ছি।

তিনি আরও বলেন, সবুজবাগ বাইকদিয়া এলাকায় রমজান নামে এক যুবককে গণধোলাই দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরকমই সংবাদ শোনা যাচ্ছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।