ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
কমলনগরে যুবককে ছুরিকাঘাতে হত্যা নিহত মো. জুয়েল ও পলাতক খুনি অভিযুক্ত আবদুল কাদের (বাম থেকে)

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে গোসলে বাঁধা দেওয়ার জেরে ছুরিকাঘাত করে মো. জুয়েল (২৭) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আবদুল কাদেরকে (৪৫) স্থানীয় লোকজন আটক করে বেঁধে রাখলেও সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

তবে খুনের ঘটনায় ব্যবহৃত চাকুটি জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমার্টিন গ্রামের কাশেম মেম্বারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত জুয়েল ওই এলাকার চৌধুরী সর্দার বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক অভিযুক্ত কাশেম পেশায় জেলে নৌকার মাঝি।  

স্থানীয় লোকজন জানায়, অভিযুক্ত আবুল কাশেম পার্শ্ববর্তী চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি নিহত জুয়েলদের বাড়ির পাশে বসতি গড়ে তোলেন তিনি। কাশেম প্রতিদিন দুপুরে জুয়েলদের বাড়ির পুকুরে গোসল করতে যান। কিন্তু একই সময়ে বাড়ির নারীরাও ওই পুকুরে গোসল করেন। নারীদের নিরাপত্তার জন্য জুয়েল প্রতিবেশী কাদের মাঝিকে ওই পুকুরে গোসল করতে নিষেধ করেন। এ নিয়ে জুয়েলের সঙ্গে কাদেরের ঝগড়া হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জুয়েল বাড়ির পাশের দোকানে যান। সেখানে আবদুল কাদের একটি চাকু নিয়ে এসে জুয়েলকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন আবদুলকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয় কাশেম মেম্বারের ছেলে রফিকের সহায়তায় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

জুয়েলের চাচাতো ভাই মো. আরিফ বাংলানিউজকে বলেন, অভিযুক্ত আবদুল কাদের মাঝি ধারালো চাকু দিয়ে জুয়েলের পেটের বাম পাশে ও গালে আঘাত করেন। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত জুয়েলের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত আবদুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।