ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ২৯ হাজার ৪৬৭ কিশোরীকে দেওয়া হবে এইচপিভি টিকা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
রাঙামাটিতে ২৯ হাজার ৪৬৭ কিশোরীকে দেওয়া হবে এইচপিভি টিকা 

রাঙামাটি: রাঙামাটিতে ২৯ হাজার ৪৬৭ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে।  বুধবার  (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে আয়োজিত কনফারেন্সে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এতথ্য জানান।

সিভিল সার্জন বলেন, জেলার ৫০টি ইউনিয়নে ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির ২৭ হাজার ৯০০ ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী এক হাজার ৫৬৭জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। ক্যানসার প্রতিরোধে এবং আগামীতে নিরাপদ মাতৃত্ব গড়ে তুলতে এসব টিকা দেওয়া হবে।  

সিভিল সার্জন আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। ২৪ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে টিকা নিতে ব্যর্থ হলে স্ব- স্ব উপজেলায় টিকা নিতে পারবে ছাত্রীরা।  

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চট্টগ্রাম বিভাগের কনসালটেন্ট ডা. তানভীর হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।