ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৩২ ঘণ্টা পর জলকামানের মুখে সড়ক ছাড়ল শ্রমিকরা

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
৩২ ঘণ্টা পর জলকামানের মুখে সড়ক ছাড়ল শ্রমিকরা

ঢাকা: বন্ধ কারখানা খুলে দেওয়া ও তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ৩২ ঘণ্টা অবরোধের পর জল কামানের মুখে সড়ক ছেড়েছে শ্রমিকরা। তারপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা। সারাদিনই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের জলকামান নিয়ে এসে পানি ছুড়তে শুরু করলে মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা।

বন্ধ কারখানা খুলে দেওয়া ও তিন মাসের বকেয়া বেতনের দাবির বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

শ্রমিকরা জানায়, তারা তিন মাস টানা কাজ করেছেন। কিন্তু কোম্পানি তাদের বেতন দেয়নি। এ ছাড়া কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা কথা অনুসারে কাজ করেনি।

তারা আরও জানান, কারখানার স্টাফদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ। তারা অন্তত ৫ মাসের বেতন পাবেন। যে কারণে তারা বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন।

এ আন্দোলনের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হয়। কিন্তু তাদের কাউকেই পাওয়া যায়নি।

এদিকে, শ্রমিকদের অবরোধের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু হয়।

তাৎক্ষণিকভাবে এ অঞ্চলের পুলিশ সদস্যদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।