ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে ৫ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
ভূঞাপুরে ৫ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতিকালে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।  

শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক ডাকাতরা হলেন- আরিফুল, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গোবিন্দাসী ঘাটে কাজ শেষে যমুনা নদী দিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। রাত ৯টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে নৌকা সহকারে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে কয়েকজনকে কুপিয়ে আহত করে। এসময় শ্রমিকরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত ১২টার দিকে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।