ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৃত্যুর কাছে হেরে গেলেন এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মিজান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
মৃত্যুর কাছে হেরে গেলেন এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মিজান

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত মিজানুর রহমান (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনার পাঁচ দিন পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মারা যান তিনি।

শিক্ষার্থী মিজানুর রহমান জয়পুরহাট সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। তিনি বগুড়ার শাজাহানপুর ফুলদিঘী মধ্যপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। মিজানুর তার মা তানজিলা খাতুনকে নিয়ে জয়পুরহাট শহরের মাস্টার পাড়াতে ভাড়া বাসায় থাকতেন।

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মিজানুর রহমান গত ১২ অক্টোবর মোটরসাইকেলে করে তার মাকে জয়পুরহাট শহরে নামিয়ে দিয়ে মঙ্গলবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথে মধ্যে শিমুলতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

নিহত মিজানুরের বন্ধু বিজয় হাসান বলেন, মিজানুর আমাদের ভালো বন্ধু ছিল। সে সেবামূলক বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে থাকত। এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার কোনো ভাই বা বোন নেই, সে একাই। তার বাবাও অনেকদিন আগে মারা গেছেন। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ