ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেরানিগঞ্জ থেকে অপহৃত ৮ মাসের শিশু শরীয়তপুর থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
কেরানিগঞ্জ থেকে অপহৃত ৮ মাসের শিশু শরীয়তপুর থেকে উদ্ধার

শরীয়তপুর: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে অপহৃত আট মাস বয়সী শিশু সাইফান মজুমদারকে সোমবার (১৪ অক্টোবর) শরীয়তপুর সদরের চরলক্ষ্মী নারায়ণ এলাকা থেকে উদ্ধার করে র‍্যাব-৮ ও ১০।  

এ ঘটনায় অপহরণকারী তানজিলা আক্তার পারভীন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

র‌্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভাড়া থাকেন সাকিলা ও এনাম দম্পতি। সাকিলার তিন ছেলে আদিফ, আহনাফ ও সাইফান। গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানজিলা আক্তার পারভীন (৩৫) নামে এক নারী সাকিলার বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলেন ও থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আশ্রয় চান। পরে সাকিলা তাঁর বাসায় পারভীনকে থাকতে দেন। পরদিন ১৩ অক্টোবর সাকিলার মেঝ ছেলে আহনাফ আইসক্রিম খেতে চাইলে পারভীন আহনাফ ও সাইফানকে দোকানে নিয়ে যান। এরপর আহনাফকে বাসায় পাঠিয়ে সেখান থেকে সুযোগ বুঝে সাইফানকে নিয়ে পালিয়ে যান পারভীন।  

সাকিলা অনেকক্ষণ অপেক্ষা করেও পারভীন ও সাইফানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় ১৪ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন সাকিলা। পরে র‍্যাব-৮ ও ১০ যৌথ অভিযানে নেমে সকাল সাড়ে ৭টার দিকে শরীয়তপুর সদরের চরলক্ষ্মী নারায়ণ এলাকা থেকে শিশু সাইফানকে উদ্ধার করে।  

চরলক্ষী নারায়ণ এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু সাইফানকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে পারভীন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।