ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাসচাপায় শাবিপ্রবির শিক্ষার্থী নিহত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
বাসচাপায় শাবিপ্রবির শিক্ষার্থী নিহত প্রতীকী ছবি

শাবিপ্রবি (সিলেট): বাসচাপায় তাসনিম জাহান আইরিন (২৪) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

বুধবার (৯ অক্টোবর) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, এমন অপ্রত্যাশিত ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর প্রগতি সরণি এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই আইরিনের মৃত্যু হয়। এ সময় আইরিনের সঙ্গে থাকা তার বড়বোন আহত হয়েছেন। আইরিন নেক্সট ভেনচার্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস গণমাধ্যমে বলেন, বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  
অন্যদিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটায় নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।