ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক আটক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক আটক  প্রতীকী ছবি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নববাবগঞ্জ উপজেলায় এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক শফিকুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুস সাত্তার প্রমাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নববাবগঞ্চের চুড়াইন এলাকায় বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় শিশুটির চাচি বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বিস্কুট ও খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত শফিকুল। পরে শিশুটি অসুস্থ অবস্থায় তার চাচা-চাচির কাছে বিষয়টি জানায়। চাচা ও স্থানীয়রা অভিযুক্ত শফিকুলকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।