ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী মহানগর আ.লীগ নেতা ডাবলু নওগাঁয় গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
রাজশাহী মহানগর আ.লীগ নেতা ডাবলু নওগাঁয় গ্রেপ্তার ডাবলু সরকার

রাজশাহী: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) নওগাঁ সদর থানাধীন দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হামলা ও হত্যা মামলায় ডাবলু সরকার এতদিন পলাতক ছিলেন।  

র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ থেকে ডাবলুকে গ্রেপ্তার করা হয়। ডাবলুর নামে গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে  নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আপাতত শুক্রবার রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাটের র‌্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর মামলা না থাকলে রাজশাহীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।