ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
‘সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই’ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম

বরিশাল: বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নেই।

প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করবে। দায়িত্ব সবার।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার সকল শ্রেণিপেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ হলরুমে গৌরনদী মডেল থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে এ সভা আয়োজিত হয়।

সভায় মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতায় থাকবে। যারা বিগত দিনে যারা সন্ত্রাস-নৈরাজ্য করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।  

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জামায়েত ইসলামির উপজেলা আমির মাওলানা আল আমিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামালসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।