ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে দুই শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা বিএনপির 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
ময়মনসিংহে দুই শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা বিএনপির 

ময়মনসিংহ: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহে প্রথম শহীদ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগরের পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় সংগঠনের পক্ষ থেকে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গীমোড় এলাকায় শহীদ সাগরের পরিবারের সঙ্গে দেখা করে  আর্থিক সহায়তা তুলে দেয় সংগঠনটি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  

নজরুল ইসলাম খান বলেন, আপনার ছেলে দেশের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। সে দেশের গর্ব। আমরা আপনাদের পাশে আছি, যেকোনো প্রয়োজনে বিএনপি আপনার পাশে থাকবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সাগরসহ সব শহীদদের নিয়ে জনকল‍্যাণ কাজ করবে বিএনপি।  

সাক্ষাৎকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোশসেদুল মোমেন মিথুন, উত্তর জেলা যুবদলের সদস্য সালমান ওমর রুবেল, বিভাগীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   

‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে সারাদেশের আহত ও নিহত শহীদ পরিবারের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। আপনার দোয়া করবেন আমরা যেন প্রতিটি আহত নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারি।

এর আগে এদিন বিকেলে জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে শহীদ সাদিকুর রহমানের পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেন প্রিন্সসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

পরে ‘আমার বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে মালামালসহ একটি কাপড়ের দোকান শহীদ সাদিকুর রহমানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।