ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি জহিরুল ইসলাম জুয়েল (৪২) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। তিনি রশিদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।  

র‌্যাব-১৪ ও মামলার এজহার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলসহ অন্য আসামিরা দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করেন। হামলায় মো. সুজন মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকা থেকে মামলার আসামি ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেন র‌্যাব।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে থানায় হস্তান্তর করার পর দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।