ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে ট্রাক্টর চাপায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
দেবীগঞ্জে ট্রাক্টর চাপায় প্রাণ গেল শিশুর

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর চাপায় স্নেহা মনি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরের পর পৌরসভার সবুজপাড়া কালীস্থান মন্দিরের সামনে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টর চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত স্নেহা একই এলাকার শাহিনুর রহমানের মেয়ে। সে সদর ইউনিয়নের তালতলা শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর কালীস্থান মন্দির সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল স্নেহা। একই সময় শিশুটির মা গরু নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিস্তার হাট থেকে দেবীগঞ্জ শহরে যাচ্ছিল গোবরবাহী একটি ট্রাক্টর। এ সময় ট্রাক্টরের শব্দে গরুগুলো এলোমেলো ছোটাছুটি শুরু করলে একপর্যায়ে ট্রাক্টরটি গরুগুলোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বাংলানিউজকে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।