ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গিয়েছিলেন আন্দোলনে, এখনো খোঁজ মেলেনি আল আমিনের

সোহাগ হায়দার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
গিয়েছিলেন আন্দোলনে, এখনো খোঁজ মেলেনি আল আমিনের

পঞ্চগড়: বাবা-মেয়ের খেলা আর খুনসুটিতে যে ঘর হাসি খুশিতে ভরে থাকত, এক মাসের বেশি সময় ধরে সেই ঘরে এখন শুধু নিরবতা। চার বছরের আফরিন আক্তারের চোখ শুধু বাবাকে খোঁজে।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় পৌর এলাকার দর্জিপাড়া গ্রামে গিয়ে দেখা মেলে এমন চিত্রের। আফরিনের বাবা আল আমিন ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন।  বাবা মনু মিয়া, মা, স্ত্রী আর চার বছরের মেয়ে আফরিন আক্তার ওরফে আশা মনিকে নিয়ে তার সংসার। বাবা অসুস্থ হওয়ায় পরিবারটির সব ব্যয় মিটতো আল আমিনের আয়ের টাকায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হন আল আমিন। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনিও। দুপুরে স্ত্রী সুমি আক্তারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আল আমিন। তাকে হারিয়ে থমকে গেছে পুরো পরিবারটি। ঠিকমতো একবেলা জ্বলছে না চুলাটিও।

সুমি আক্তার বাংলানিউজকে বলেন, ৫ আগস্ট দুপুরের পর থেকে আমার স্বামীর কোনো খবর পাওয়া যাচ্ছে না। অনেকে বলেছিল, সে আন্দোলনে গেছে। একটি আন্দোলনের ছবি পেয়েছি। আমার স্বামী আন্দোলনে গিয়েছিল। এখন তাকে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় জানিয়েছি। কিন্তু বিষয়টি কেউ গুরুত্ব দিয়ে দেখছে না।

তিনি বাংলানিউজকে আরও বলেন, আমার মেয়েটি এক মাস ধরে বাবাকে খুঁজে বেড়াচ্ছে। কান্না করছে, তাকে তো আর বলতে পারছি না, যে তার বাবা নেই। আমি এখন কি করব, বুঝতে পারছি না। আমি সবার সহায়তা কামনা করছি। সবাই একটু আমাদের পাশে দাঁড়ান এবং আমার স্বামীকে জীবিত বা মৃত অবস্থায় আমাদের কাছে এনে দেন।

এসময় কথা হয় আল আমিনের বাবা মনু মিয়ার সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আমার একমাত্র সন্তান সে, তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। আমি কি করব, বুঝে উঠতে পারছি না। পুলিশ বলছে, বিষয়টি দেখছি, কিন্তু এক মাস পার হয়ে গেছে। আমরা খুব কষ্টে দিন পার করছি।  

একই সময় কান্নায় ভেঙে পড়েন আল আমিনের কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী মা রুনা বেগম। সন্তানকে ফিরে পেতে অনুরোধ করছিলেন বারবার।

নিখোঁজ আল আলমিনকে খুঁজে দিতে সরকারি-বেসরকারিভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান প্রতিবেশীরা।

এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বাংলানিউজকে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।