ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বনাথ উপজেলা আ.লীগের সহ-সভাপতি মতছিন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
বিশ্বনাথ উপজেলা আ.লীগের সহ-সভাপতি মতছিন গ্রেপ্তার

সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিনকে (৫০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ সেপ্টেম্বর) পৌর শহর থেকে তাকে আটক করে র‌্যাব-৯ এর একটি দল।

ফখরুল আহমদ মতছিন ইউনিয়নের কান্দিগাঁও (নোয়াগাঁও) গ্রামের মৃত আছকির আলীর ছেলে।

গ্রেপ্তারের পর তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ২১ আগস্ট আদালতে দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি চেয়ারম্যান মতছিন। আদালতের নির্দেশে বিশ্বনাথ থানায় রেকর্ডকৃত ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মো. মশিহুর রহমান সোহেল গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করে জানান,  উক্ত মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।