ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হ‌য়ে‌ছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী
মোটরসাইকেল চালক মো. আল আমিন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এলে স্পিডব্রেকারে মোটরসাইকেল‌টি ধাক্কা খায়।  

এ সময় মোটরসাইকেল থে‌কে ছিটকে প‌রেন আল আমিন ও সোনালী আক্তার। প‌রে স্থানীয়রা তাঁ‌দের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।