ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মাজার এলাকা থেকে দর্শনার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বাগেরহাটে মাজার এলাকা থেকে দর্শনার্থীর মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটে ঐতিহ্যবাহী খানজাহান আলীর (রহ) মাজার এলাকা থেকে উজ্জ্বল মাতুব্বর (২২) নামে এক দর্শনার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের আসমা বেগমের বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উজ্জ্বল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মৃত হান্নান মাতুব্বরের ছেলে। তিনি দুই দিন আগে মাজারের ওরশ শরীফে আসছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন উজ্জ্বল মৃগী রোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।