ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন অন্তর্বর্তী এ সরকার বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে, তার বাস্তবায়ন ঘটাবে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ পুনর্গঠনে এখানে রাজনীতি বা দলীয় কোনো কিছুর প্রভাবের সুযোগ নেই। যারা মনোনীত হবেন, তারাই বলবেন, আমরা নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হয়েছি। কে থাকল, কে থাকল না, সেটা সুধী-জনগণ সবার মতামতের ভিত্তিতেই হবে। এখানে সংস্কার হবে। এখানে প্রাধান্য পাবেন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আগেকার অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতন মহলকে জানাব।

এর আগে একই স্থানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মতবিনিময় সভা করেন।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ, রাঙামাটি রিজিয়নের মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙামাটি মেডিকেল কলেজের ছাত্র মো. নাঈম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।