ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারীদের শাস্তির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারীদের শাস্তির দাবি

কক্সবাজার: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজারে দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও আলেম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক এবং সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৪ আগস্ট) সকালে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কক্সবাজারে কর্মরত দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তৃতা করেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি অধ্যাপক অজিত দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটি রামু উপজলা শাখার সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি ডা. চন্দন কান্তি দাশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন মুহাম্মদ তারেক, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রম ফাউন্ডেশনের সহপতি ঋত্বিক পুরোহিত প্রিয়তোষ দে, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার এর (টুয়াক) সাবেক সভাপতি আনোয়ার কামাল, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সৈয়দুল আলম ও অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী, কক্সবাজার মডেল স্কুলের শিক্ষক বেদারুল আলম, সংবাদকর্মী তাজুল ইসলাম পলাশ প্রমুখ।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল নিউজটোয়েন্টি ফোরের কক্সবাজার জেলা প্রতিনিধি আয়ুবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুস শুকুর, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সুনীল বড়ুয়া, ডেইলি সান এর জেলা প্রতিনিধি নেসার আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার নুপা আলম, দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শহিদুল্লাহ কায়সার, বাংলাভিশন এর জেলা প্রতিনিধি, এম,আর খোকন, ইউএনবির জেলা প্রতিনিধি, দীপক শর্মা দীপু, এস,এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, যমুনা টিভির জেলা প্রতিনিধি, এহসান আল কুতুবী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুজিব, বাংলাদেশ প্রতিদিন এর কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদত হোসাইন, নিউ নেশন এর জেলা প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, নিউজটোয়েন্টি ফোরের সিয়াম সোহেল, চ্যানেল এস প্রতিনিধি আজাদ, শিক্ষানবীশ আইনজীবী জাহেদুল ইসলাম, সমাজকর্মী আবদুল কাদের, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক রাজীব বাবু, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, একাত্তর টিভির ক্যামেরাপারসন হেলাল, এটিএন বাংলার ক্যামেরাপারসন ফেরদৌস, বিবার্তার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল ফরহাদ, দৈনিক আজকের দেশবিদেশের বিজয় কুমার ধর, খোরশেদ আলম ও সিধুল দে প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের সব গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, দেশে অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য রোধে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। মিডিয়া সেন্টারে হামলা গণমাধ্যমের কন্ঠরোধ করার শামিল।

১৯ আগস্ট দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।