ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর ১৩ থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
রাজধানীর ১৩ থানায় নতুন ওসি

ঢাকা: রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) ও মঙ্গলবার (২০ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

নতুন ১৩ ওসিরা হলেন - দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা, পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম, গুলশান থানার ওসি মো. তৌহিদ আহম্মেদ, ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম, খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ আজাহারুল ইসলাম, রমনা থানার ওসি গোলাম ফারুক, পল্টন মডেল থানা ওসি মোল্লা মো. খালিদ হোসেন, বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম, বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ,মিরপুর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম, তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন,উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান ও ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।  

নতুন ওসিদের তালিকা - 

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এমএমআই/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।